৩০ জুলাইয়ের মধ্যে বাফুফের প্রতিবেদন
প্রথম নিউজ, ডেস্ক : ফিফা থেকে বাফুফে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। ফিফার বাফুফের ওপর আনীত অভিযোগ খতিয়ে দেখতে বাফুফে একটি অধিকতর তদন্ত কমিটি করে। সেই কমিটি ৩০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আজ (সোমবার) দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত তদন্ত কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক ও বাফুফেতে অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেব। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে।’
বাফুফের তদন্ত কমিটির মেয়াদ পুনরায় বর্ধিতকরণের কারণ প্রসঙ্গে কমিটির আহ্বায়ক বলেন, ‘ঈদের পুর্বে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। এরপর ঈদের ছুটি এবং আমাদের সেক্রেটারি (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার) দেশের বাইরে ছিল সব কিছু মিলিয়ে আমাদের একটু সময় লাগছে।’
তদন্ত কমিটির প্রথম মেয়াদ ছিল ৩০ কর্মদিবস। ১৪ জুন মেয়াদ শেষ হওয়ার আগে আরো ১৫ কর্ম দিবস বর্ধিত আবেদন করে কমিটি। সেটিও চলতি সপ্তাহে শেষ হওয়ার পথে। তাই সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে ৩০ জুলাই পর্যন্ত সময় নিয়েছে কমিটি। ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন নির্বাহী কমিটির কাছে হস্তান্তর করবে কমিটি। এরপর নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাফুফের উপর তদন্ত করছে। সরকারের এই তদন্ত বাফুফের তদন্তের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না এই প্রশ্নের উত্তরে নাবিল বলেন , ‘আমরা তদন্ত করছি শুধু ফিফার রিপোর্টের উপর। সরকারের তদন্তের বিষয় ভিন্ন। এখানে সমস্যা হওয়ার কিছু নেই।’
বাফুফে তদন্ত কমিটি আরো তিনটি সভা করার কথা। এই সভাগুলোতে রিপোর্ট লেখা ও পর্যালোচনা হবে। তদন্ত কমিটির সভা শেষে এখন জাতীয় দল কমিটির সভা চলছে।