৩ মাস যাবত বাড়িতে ঘুমাতে পারে না বিএনপি নেতাকর্মীরা: চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশিদ

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়ে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

৩ মাস যাবত বাড়িতে ঘুমাতে পারে না বিএনপি নেতাকর্মীরা: চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশিদ

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির সাধারণ নেতাকর্মীরাও তিন মাস যাবত বাড়িতে ঘুমাতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়ে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শুধু এখন নয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের রাষ্টীয় কাঠামোকে তারা ধ্বংস করেছে। আজ যে তামাসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আব্দুল ওদুদ মিয়া। উনি ভোট করছেন। আর ভোটারদের বলছেন শেখ হাসিনার সালাম নিন নৌকায় ভোট দিন।

এদিকে আওয়ামী লীগের অরেকটি গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের নেতৃত্বে ভোট চাচ্ছেন। তারাও বলছেন, শেখ হাসিনার সালাম নিন নোঙরে ভোট দিন। এ লজ্জা কোথাই রাখবো বলেন। অর্থাৎ এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই শেখ হাসিনার উদ্দেশ্যে।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি আমরা নির্বাচন বর্জন করবো। আমরা ১০০ টাকা কেজি চাল খাবো না, ২০০ টাকা কেজি পেঁয়াজ খাবো না। এই সরকারকে আমরা বিদায় জানাবো।