৩ কাউন্সিলরসহ ৮ বিএনপি ও জামায়াত নেতাকর্মী কারাগারে
২০১৮ সালের কুমিল্লার মুরাদনগরের বিস্ফোরক দ্রব্য মামলার হাজিরা দিতে গেলে ৪০ জনের মধ্যে ৮ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় ৩ কাউন্সিলরসহ ৮ বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এর বিচারক বেগম ফারহানা সুলতানা এ আদেশ দেন। ২০১৮ সালের কুমিল্লার মুরাদনগরের বিস্ফোরক দ্রব্য মামলার হাজিরা দিতে গেলে ৪০ জনের মধ্যে ৮ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মোন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, ইসহাক মিয়ার ছেলে মো. রাসেল, মোবারক আলীর ছেলে মফিজুল ইসলাম, সুলতান আহম্মদের ছেলে মান্নান মিয়া, শুভপুর এলাকার আ. অহিদের ছেলে নজির আহমেদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews