২৪৩ কোটি টাকায় হবে দুই আঞ্চলিক মহাসড়কের সংস্কার
বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
প্রথম নিউজ, ঢাকা: ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুটি আঞ্চলিক মহাসড়ক চওড়া করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। যৌথভাবে দেশীয় তিন প্রতিষ্ঠান এ কাজ করবে। এর মোট ব্যয় ধরা হয়েছে ২৪৩ কোটি টাকা।
বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের নির্মাণ কাজ যৌথভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেডে, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২৪১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫৩২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।