২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড

২৩ বছর পর হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড

প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাওডুবা গ্রামে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। সেইসঙ্গে ছয় জনকে খালাস দিয়েছেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষ অসন্তোষ প্রকাশ করেছেন।

রবিবার (১১ জুন) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ  আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত রাজ্জাক পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ুন (৫২)।


মামলা সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জের ধরে ২০০০ সালের ১৪ জুন রাতে নাছির উদ্দিনের বাড়িতে সালিশের নামে রাজ্জাককে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর নাছির তার দলবল নিয়ে রাজ্জাকের হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে রাজ্জাক তাদের কাছে পানি চাইলে তাকে বিষ দেওয়া হয়। পানি পান করার পর রাজ্জাক ছটফট করতে থাকেন। নাছির তার লোকজন নিয়ে রাজ্জাককে তার বাড়ির সামনে রেখে যাযন। রাজ্জাককে তার পরিবার প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। এ ঘটনায় ১৫ জুন কালাই থানায় মামলা হয়।

২০০০ সালের ২৮ জুন নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে সাত জনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ৮ জুন অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি ও আট জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।