২০২২ পিএসএল একাদশে রশিদসহ চ্যাম্পিয়ন লাহোরের চার ক্রিকেটার
বাংলাদেশ সিরিজে খেলতে থাকায় লাহোর কালান্দার্সের হয়ে পুরো পিএসএল খেলতে পারেননি রশিদ খান
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ সিরিজে খেলতে থাকায় লাহোর কালান্দার্সের হয়ে পুরো পিএসএল খেলতে পারেননি রশিদ খান। ৯ ম্যাচ খেলেই পাকিস্তান থেকে সতীর্থদের ‘গার্ড অব অনার' পেয়ে বাংলাদেশের ফ্লাইট ধরতে হয়েছিল রশিদকে।
সে কারণে ২৭ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের অংশীদার হতে পারেননি রশিদ৷ তবে সশরীরে জয় উদযাপন করতে না পারলেও দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ক্রিকইনফো নির্বাচিত ২০২২ পিএসএল একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি। পিএসএলের সপ্তম আসরে ৭-এর কম ইকোনমিতে ঝুলিতে ১৩ উইকেট পুরেছেন আফগান এই লেগস্পিনার।
পিএসএল ফাইনাল শেষ হওয়ার পরের দিনই একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। যেখানে পেশওয়ার জালমি, করাচি কিংস ছাড়া বাকি চার দল থেকেই একাদশে মোটামুটি জায়গা করে নিয়েছেন। স্বাভাবিকভাবেই একাদশে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও রানারআপ মুলতান সুলতানসের আধিক্য রয়েছে। মুলতান সুলতানসের পাঁচ ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে ও লাহোর কালান্দার্স থেকে সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার।
আফগান লেগস্পিনার ছাড়াও পিএসএল একাদশে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন লাহোরের বাকি তিন ক্রিকেটার হলেন: ফাখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও জামান খান। ১৫০ প্লাস স্ট্রাইক রেটে ৭ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৫৮৮ রান করা সর্বোচ্চ রান সংগ্রাহক ফাখর জামান স্বাভাবিকভাবেই থাকবেন একাদশের 'ফার্স্ট চয়েস ওপেনার।'
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য। ৮ এর কম ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন কালান্দার্স দলপতি শাহিন শাহ আফ্রিদি। চ্যাম্পিয়ন ক্যাপ্টেইন একই সঙ্গে পিএসএল একাদশেরও অধিনায়ক নির্বাচিত হয়েছেন। যেখানে শাহিন টুর্নামেন্ট সেরা বোলিং করেছেন ফাইনালে মুলতান সুলতানসের বিপক্ষে।
চ্যাম্পিয়ন কালান্দার্সের আরেক সদস্য জামান খান ১৮ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন।
ফাখরের সঙ্গে ইনিংস ওপেন করবেন টুর্নামেন্ট সেরা মোহাম্মদ রিজওয়ান। ১২ ম্যাচে ৬৮.২৫ গড়ে ৭ ফিফটিতে ৫৪৬ রান করেছেন মুলতানের অধিনায়ক-উইকেটরক্ষক ব্যাটার। রিজওয়ান ছাড়াও মুলতানের রয়েছেন: রাইলি রুশো, টিম ডেভিড, খুশদিল শাহ, ইমরান তাহির। ঝড়ো ব্যাটিংয়ের জন্য খ্যাতি কুড়ানো সিঙ্গাপুরি ব্যাটার ডেভিডের স্ট্রাইক রেট ছিল ২০০ ছুঁই ছুঁই। তাছাড়া সমান ১৬টি করে উইকেট নিয়েছেন খুশদিল ও তাহির।
টুর্নামেন্টে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে ইসলামাবাদ ইউনাইটেডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শাদাব খান। ১৬০+ স্ট্রাইক রেটে ২৬৮ রানের পাশাপাশি ৭ এর কম ইকোনমিতে ১ ফাইফারে পাকিস্তানি লেগস্পিনারের সংগ্রহ ১৯ উইকেট। তাছাড়া ২০২২ পিএসএলে একমাত্র পেসার হিসেবে ফাইফার নেওয়া নাসিম শাহ প্রতিনিধিত্ব করছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
ক্রিকইনফোর ২০২২ পিএসএল একাদশ
১। ফাখর জামান (লাহোর) (৫৮৮ রান, গড় ৪৫.২৩, স্ট্রাইক রেট:১৫২.২৭, ৭ ফিফটি, ১ সেঞ্চুরি)
২৷ মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, মুলতান) (৫৪৬ রান, গড়: ৬৮.২৫, স্ট্রাইক রেট: ১২৬.৬৮, ৭ ফিফটি)
৩। শাদাব খান (ইসলামাবাদ) (২৬৮ রান, ব্যাটিং গড়: ৩৩.৫০, স্ট্রাইক রেট: ১৬২.৪২; ১৯ উইকেট, বোলিং গড়: ১০.৮৯, ইকোনমি: ৬.৪৬, ১ ফাইফার)
৪। রিলি রুশো (মুলতান) (২৭৫ রান, গড়:৩৯.২৮, গড়: ১৬৭.৬৮, ৩ ফিফটি)
৫। টিম ডেভিড (মুলতান) (২৭৮ রান, গড়: ২৯.৭১, স্ট্রাইক রেট: ১৯৪.৪০, ২ ফিফটি)
৬। খুশদিল শাহ (মুলতান) (১৫৩ রান, ব্যাটিং গড়: ২৫.৫০, স্ট্রাইক রেট: ১৮২.১৪; ১৬ উইকেট, বোলিং গড়: ১৩.৯৩, ইকোনমি: ৬.৮৯)
৭। রশিদ খান (লাহোর) (১৩ উইকেট, গড়: ১৭.৩০, ইকোনমি: ৬.২৫)
৮। ইমরান তাহির (মুলতান) (১৬ উইকেট, গড়:১৮.৬২, ইকোনমি: ৬.৪৭)
৯।শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক) (লাহোর) (২০ উইকেট, গড়: ১৯.৭০, ইকোনমি: ৭.৫৭)
১০। নাসিম শাহ (কোয়েটা) (১৪ উইকেট, গড়: ২১.৮৫, ইকোনমি: ৮.০১, ১ ফাইফার)
১১। জামান খান (লাহোর) (১৮ উইকেট, গড়:২১.৫০, ইকোনমি: ৮.২৬)
দ্বাদশ খেলোয়াড়: শান মাসুদ (৪৭৮ রান, গড়: ৩৯.৮৩, স্ট্রাইক রেট: ১৩৮.১৫)
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews