২০ হাজার ইয়াবা উদ্ধার, ছেলেসহ আটক প্যানেল চেয়ারম্যান
গোপন সংবাদের ভিত্তিতে সাহারবিল ইউপির ৮নং ওয়ার্ডের উমখালীর রামপুর গ্রামের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিমের বসতঘরের খাটের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া (৫০) ও তার ছেলে রহমত উল্লাহকে (২৪) আটক করেছে র্যাব-১৫ এর একটি দল। ওই সময় ঘটনাস্থল থেকে ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাহারবিল ইউপির ৮নং ওয়ার্ডের উমখালীর রামপুর গ্রামের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিমের বসতঘরের খাটের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহারসহ হস্তান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews