২ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক
সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।
প্রথম নিউজ, অনলাইন: ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাব পড়েছে দেশব্যাপী। রাজধানী ঢাকায় সকাল থেকে দমকা বাতাসের সঙ্গে হচ্ছে ভারি বৃষ্টি। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে যারা ঘরের বাইরে বের হয়ে মেট্রোরেলে গন্তব্যে যেতে স্টেশনে পৌঁছেছেন তারা পড়েন বিড়ম্বনায়। সোমবার সকাল থেকে মেট্রোরেল চলছিল না। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।
জানা যায়, সকাল ৭টার কিছুটা পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৮টা ৫৪ মিনিটে চলাচল স্বাভাবিক হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, ‘মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এ সমস্যা দেখা দেয়। যার ফলে এ সময়টাতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।’