হামলাকারীদের একজন নিহত, আরেকজন গ্রেপ্তার: ইমরান খানের সহযোগী
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলাকারীদের একজন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে আরেকজনকে। ইমরান খানের সহযোগী রউফ হাসান এ তথ্য দিয়েছেন। একজন হামলাকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশও। খবর আল–জাজিরার আজ বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। তাঁর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। তবে ইমরান আশঙ্কামুক্ত বলে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় আহত হয়েছেন দলের কয়েকজন নেতাও। ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ঘটনাস্থলে থাকা লোকজন যদি বন্দুকধারীকে না থামাতেন, তাহলে হয়তো পিটিআইয়ের সব নেতাকে হত্যা করা হতো।
ইমরান খানের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিও জানিয়েছেন, তিনি ইমরানকে হত্যা করতে চেয়েছিলেন। গ্রেপ্তারের পর ধারণ করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ইমরান মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছিলেন। এটা আমার সহ্য হচ্ছিল না। তাই আমি তাঁকে হত্যা করতে চেয়েছিলাম। আমি ইমরানকে হত্যা করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। শুধু তাঁকেই হত্যা করতে চেয়েছিলাম, অন্য কাউকে নয়।’ পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ করছেন ইমরান খান। গত শুক্রবার থেকে ওই লংমার্চ শুরু হয়েছে। লংমার্চের অংশ হিসেবে ওয়াজিরাবাদে ছিলেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews