হাটে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই কৃষক নিহত

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার খিদির গ্রামের মুন্নাফ (৫০) ও জিয়া (৪০)। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

হাটে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই কৃষক নিহত
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়

প্রথম নিউজ, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন। আজ  মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাটগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার খিদির গ্রামের মুন্নাফ (৫০) ও জিয়া (৪০)। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে খিদির গ্রাম থেকে একটি করিমনযোগে কয়েকজন কৃষক পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় বিপরীত দিক থেকে বগুড়া অভিমুখে একটি ট্রাক আসছিল। পাটগাড়ি এলাকায় ট্রাকটি করিমনকে চাপা দেয়। এতে করিমনযাত্রী কৃষকরা আহত হন।

চেয়ারম্যান হাফিজুর আরও বলেন, গুরুতর আহত তিনজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে কেউ মারা যাননি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom