হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অটোরিকশা চালকদের বিক্ষোভ

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অটোরিকশা চালকদের বিক্ষোভ

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা মালিক ও চালকরা। গতকাল সোমবার রাতে মহাসড়কের কাঁচপুর ওমর আলী বিদ্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে তারা এ বিক্ষোভ করেন। 

এ সময় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশা মালিক ও চালকরা। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অটোরিকশা মালিক ও চালকদের অভিযোগ, মহাসড়ক দিয়ে অটোরিকশা চলাচল করতে হাইওয়ে পুলিশকে তিন থেকে চার হাজার টাকা দেওয়া লাগে। তারা বিভিন্ন সময় জরিমানা হিসেবে রেকার বিলের কথা বলে এই টাকাগুলো নিয়ে থাকে, কিন্তু রিসিট দেয় না। আজকেও তারা কয়েকজন অটোচালকের কাছ থেকে টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় হাইওয়ে পুলিশ দুজন অটোচালককে মারধর করেন। এর প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

মঈনুল ইসলাম নামের এক চালক জানান, কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কের নিচ থেকে গাড়ি আটকে তিন হাজার টাকা করে নেয়। তবে এ টাকার কোনো রিসিট দেয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, ‘বর্তমান ওসি নাকি পঁয়তাল্লিশ লাখ টাকা ঘুষ দিয়ে থানায় আসছে। ওই টাকা তাদের কাছ থেকে তুলে নিচ্ছে। এ পর্যন্ত পুলিশ ১৮টি গাড়ি নিয়ে গেছে। এগুলোর এখনো কোনো সন্ধান মেলেনি। আজ অটোচালক আমজাদ হোসেন ও শান্ত রুবেলকে বেধড়ক মারধর করে তাদের অটোরিকশা নিয়ে যায়। এর প্রতিবাদেই আমরা সড়ক অররোধ করে আন্দোলন করছি।’

এ বিষয়ে কথা বলতে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেমকে একাধিকবার ফোন দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দিলে সোমবার রাতে ২০ থেকে ৫০ জন চালক কয়েকটি টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ করেন। পরে আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিই। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom