সংসদ নির্বাচনের জন্য কেনা পণ্য যাচাইয়ে ইসির কমিটি গঠন

সংসদ নির্বাচনের জন্য কেনা পণ্য যাচাইয়ে ইসির কমিটি গঠন

প্রথম নিউজ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেনা উপকরণ যাচাই করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটি সরবরাহকারীর কাছে প্রয়োজনীয় পরীক্ষা শেষে উপকরণ গ্রহণ করবে।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান জানিয়েছেন, মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ার ইকবাল জাভীদকে ছয় সদস্যবিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর ইসির সেবা শাখার সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদারকে করা হয়েছে সদস্য সচিব।

কমিটির কার্যপরিধি

(ক) ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক অনুমোদিত পণ্যের নমুনা ও স্পেসিফিকেশনের সঙ্গে সরবরাহকারী কর্তৃক সরবরাহকৃত পণ্যের গুণগত মান পরীক্ষাকরণ;

(খ) সরবরাহকৃত পণ্যের সংখ্যা পরিমাণ চুক্তি মোতাবেক যাচাইকরণ;

(গ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলের দ্রব্যাদি যাচাইয়ের সময় অথবা নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে দ্রব্যাদি যাচাইয়ের দায়িত্ব পালন করবেন;

(ঘ) সরবরাহকারী কর্তৃক সরবরাহকৃত পণ্যের গুণগত মান, পণ্যের সংখ্যা ও পরিমাণ সংবলিত পণ্য বা সেবা গ্রহণ সংক্রান্ত প্রতিবেদন সুপারিশ আকারে প্রস্তুত করবে; তবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার প্রতিনিধি যেদিন যাচাইয়ে অংশগ্রহণ করবেন সেদিনের প্রত্যয়নসহ প্রতিবেদন সংযুক্ত করতে হবে; এবং

(ঙ) উক্ত প্রতিবেদন অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট শাখা, অধিশাখার নিকট প্রেরণ করবে।

জানা গেছে, সংসদ নির্বাচনের সঙ্গে আগামী বছর অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের জন্যও উপকরণ কিনছে ইসি। উপকরণগুলোর মধ্যে রয়েছে- স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, গানি ব্যাগ, হেসিয়ান ব্যাগ, ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট বাক্সের ঢাকনা, ব্যালট বাক্সের লক ইত্যাদি।

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।