সুস্থতার পথে চিত্রনায়ক ফারুক

জনপ্রিয় চিত্রনায়ক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘ সময় ধরে

সুস্থতার পথে চিত্রনায়ক ফারুক
সুস্থতার পথে চিত্রনায়ক ফারুক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘ সময় ধরে। 

তবে চিকিৎসা কার্যক্রম চলমান থাকার কারণে দেশে ফেরার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফারুকের পরিবার। তা ছাড়া ফারুকের শারীরিক অবস্থারও নানা ধরনের উন্নতি অবনতি দেখা হচ্ছিল।

তবে গত কিছু দিন থেকে ক্রমেই সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ফারুক। টেলিফোনে অনেকের সঙ্গে কথাও বলছেন তিনি। সম্প্রতি চিত্রনায়িকা

রোজিনা এ চিত্রনায়কের সঙ্গে কথা বলেছেন।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘টেলিফোনে আমি কয়েক দিন আগে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, ঈদের পর চিকিৎসকের নির্দেশনা মেনে দেশে ফেরার পরিকল্পনা আছে তার। আশা করছি ফারুক ভাই আবারও সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন।’

ফারুকের পুরো চিকিৎসা কার্যক্রম সমন্বয় করছেন তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন ফারুকের সঙ্গে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom