সালমান খানের রক্ষাকর্তা জগদীপ ধনকড়! তাঁর কারণেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন
জগদীপ ধনকড়ের দৌলতেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন ভাইজান! সময়টা ১৯৯৮ সাল। যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছে। সেই সময়ে একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।
প্রথম নিউজ, ডেস্ক: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এবং বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ঘনিষ্ঠ মানুষ বলিউডের ভাইজান! সালমানের দুঃসময়ে যেভাবে তিনি পাশে দাঁড়িয়েছিলেন, তাঁকে বাঁচিয়েছিলেন, তা ঘিরে হঠাৎ চর্চা শুরু বি টাউনে। জানেন কি, জগদীপ ধনকড়ের দৌলতেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন ভাইজান! সময়টা ১৯৯৮ সাল। যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছে। সেই সময়ে একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সালমানকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন তিনি কারাবন্দি ছিলেন। সালমান জেলে থাকাকালীন অভিজ্ঞ আইনজীবী হিসেবে জগদীপ ধনকড়কে সেই মামলায় নিযুক্ত করেছিলেন আইনজীবী দেবানন্দ গেহলত। সেই মামলায় জগদীপ ধনকড়ের কারণেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন সালমান। সেই সময় একটি ছবিতে সালমান এবং ধনকড়কে একসঙ্গে দেখাও গিয়েছিল। হরিণ হত্যা মামলা এখনও চলছে। কিন্তু এর মাঝেই ধনকড় ও সালমানের সম্পর্কের কথা রটে গেল টিনসেল নগরীতে।
উল্লেখ্য, রাজস্থানেই দীর্ঘদিন কাটিয়েছেন ধনকড়। ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের প্রার্থী হয়ে লোকসভা ভোটে জয়ী হন ধনকড়। এর আগে রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন তিনি। জয়পুরের বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন ধনকড়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews