সিলেটে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত

সিলেটে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত
সিলেটে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত

প্রথম  নিউজ, সিলেট : সিলেটে জমির বিরোধের জেরে একজনকে হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি ফখরুল ইসলাম (৪৮) জেলার কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের জোয়াহির আলীর ছেলে।

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন তিনি।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আব্দুস সাত্তারকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

২০১৮ সালের ২৬ এপ্রিল জমির বিরোধকে কেন্দ্র করে একই এলাকার ফারুক আহমদকে (৫৫)  ছুরিকাঘাতে হত্যার মামলায় আদালত এই রায় দেয় বলে জানান আদালতের পিপি আব্দুল মজিদ খান।

ফারুক কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি রণজিত সরকার মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ২৬ এপ্রিল সকালে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সুরই নদীর ধারে ফারুক আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেন ফখরুল ও তার সহযোগীরা।

ঘটনার দিন রাতে নিহতের ভাই মুহিবুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ২১ অক্টোবর দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন কানাইঘাট থানার এসআই স্বপনচন্দ্র সরকার। পরের বছর ৩০ জুলাই বিচারকাজ শুরু হয়।

অতিরিক্ত পিপি রণজিত বলেন, মামলার ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে ফখরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দিয়েছে।