সিলেটে শিশুকে ধর্ষণের পর হত্যা: চার জনের যাবজ্জীবন

সিলেটে শিশুকে ধর্ষণের পর হত্যা: চার জনের যাবজ্জীবন

প্রথম নিউজ, সিলেট : সিলেটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শহীদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতের কাঠগড়ায় মামলার ৩ আসামি উপস্থিত ছিলেন। আলোচিত এই হত্যা মামলায় ৩ জন কারাগারে থাকলেও আনোয়ার হোসেন নামের একজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ার হোসেন (পলাতক), মো. খোকন, ফয়সাল ও আনাই।

বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইশতিয়াক আহমদ চৌধুরী। তিনি জানান, আদালতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। ধর্ষণের পর শিশুকে হত্যা করায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

তিনি বলেন, ‘২০০৯ সালের ২ এপ্রিল ভিকটিম তার ছোট ভাইকে নিয়ে গরু চড়ানোর জন্য বাড়ির পার্শ্ববর্তী মাঠে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা চার যুবক তাকে ধর্ষণের পর হত্যা করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।’