সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
প্রথম নিউজ, সিলেট: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম আব্দুল বাছিত (২৫)। সে বিশ্বনাথ ডিগ্রি কলেজের সক্রিয় ছাত্রলীগ কর্মী। তার গ্রামের বাড়ি উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, বাড়ির সামনের রাস্তা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। মূলত ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার রাতে সুমন নামে এক যুবক পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসছিল।
এ সময় বাছিত তাকে নিষেধ করে। এ নিয়ে দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে সুমন বাছিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো মামলা করেনি। তবে ঘাতককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews