সরকারের হাতে আর সময় নেই: ফরিদপুরে পদযাত্রায় নিতাই রায়
আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ফরিদপুর: দেশের মানুষ জেগে উঠেছে। এ সরকারের হাতে আর সময় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, তারুণ্যের সমাবেশ শেষে সারাদেশে বিভাগীয় পদযাত্রা হচ্ছে। নতুন কর্মসূচি নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। পৌর শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে এ পদযাত্রা হয়।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, দেশের ১৭ কোটি মানুষকে নিয়ে বিএনপি এক দফার আন্দোলন শুরু করেছে। যেকোনো মূল্যে এই দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর।