সরকারের পদত্যাগ দাবিতে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ শুরু

অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ

সরকারের পদত্যাগ দাবিতে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ শুরু

প্রথম নিউজ, ঢাকা: সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার (৪ জুন) প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের মাধ্যমে রোডমার্চ শুরু হয়।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমাদের রোডমার্চ জনগণকে ঐক্যবদ্ধ করার কর্মসূচি। এই কর্মসূচি শান্তিপূর্ণ। আমাদের রাজনৈতিক লক্ষ্য, চিন্তা, কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে চাই।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকট আমাদের দেশকে নৈরাজ্যের দিকে ঠেলছে। শুধু নাগরিক হিসেবেই নয়, দেশ হিসেবে আমরা আমাদের সার্বভৌমত্ব, মর্যাদা ও অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। সেখান থেকে উদ্ধার পেতে হলে আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে। সাংবিধানিকভাবে আমাদের দেশের সংসদের ক্ষমতা কাঠামো, সরকারের ক্ষমতা কাঠামো, বিচার বিভাগের ক্ষমতা কাঠামো- এই সবগুলো বদলাতে হবে।

রোডমার্চে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী অংশগ্রহণ করেন।


কর্মসূচি অনুযায়ী, গাজীপুরে সমাবেশ করার পর আজ বিকেল ৪টায় টাঙ্গাইলে সমাবেশ, ৫ জুন বেলা ১১টায় সিরাজগঞ্জে সমাবেশ ও বিকেল ৪টায় বগুড়ার মোকামতলায় সমাবেশ, ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় সমাবেশ, বিকেল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ, ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে সমাবেশ ও বিকাল ৪টায় রংপুরে সমাবেশ হবে।