সরকারের হরিলুট ও দুর্নীতির কারনে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে: রিজভী

তিনি বলেন, শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয় সরকারি-বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাড়াচ্ছেন।

সরকারের হরিলুট ও দুর্নীতির কারনে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে: রিজভী

প্রথম নিউজ, ঢাকা: সরকারের হরিলুট ও দুর্নীতির কারনে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তিনি এসব কথা বলেন। 
রুহুল কবির রিজভী বলেছেন, শুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয় সরকারি-বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাড়াচ্ছেন। আজকে সংবাদ পত্রে আছে মা এসে লাইনে দাড়াচ্ছে, মেয়ের বিয়ে হয়েছে সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাড়াচ্ছে। এতে বুঝা যাচ্ছে শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রেনিত।  
এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহ উদ্দিন , সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপি  তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom