সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম নিউজ, ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ভারতের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, মঙ্গলবার আরিফুলসহ চার থেকে পাঁচজন যুবক ভারতে গরু আনতে গিয়েছিল। বুধবার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আরিফুল নিহত হয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দুপুর ২টা পর্যন্ত ভারতের পাখিউড়া সীমান্তের মাঠে পড়ে আছে। আরিফুলের সহযোগীরাও নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সীমান্তে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কী না তা নিশ্চিত হওয়া যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: