সামনে পাকিস্তান সিরিজ, চোট নিয়ে শঙ্কা থাকলেও আশাবাদী জয়
প্রথম নিউজ, ডেস্ক : হাতে বেশি সময় নেই। আগামী মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে গত মাস থেকেই ক্যাম্প শুরু করেছেন টেস্ট দলে থাকা সম্ভাব্য ক্রিকেটাররা। এরই মধ্যে চোটে পড়েছেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। ফলে পাকিস্তান সিরিজে তাকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।
চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের হয়ে ক্যাম্প করার সময় চোট লেগেছে জয়ের। যদিও ডানহাতি এই ওপেনার আশাবাদী, ইনজুরি কাটিয়ে দ্রুত ফিরতে পারবেন।
সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জয় বলেন, 'এটা (চোট) আমাদের চট্টগ্রামে টাইগার্সের একটা প্র্যাকটিসে লাগছিল। ছয়টা সেলাই পড়ছে। ডাক্তার দেখতেছে। আপডেট হচ্ছে ১০ তারিখের মধ্যে সেলাইটা কাটবে। ইনশাআল্লাহ, আমি ১৩-১৪ তারিখ ব্যাক করব।'
পাকিস্তান সিরিজে থাকতে পারবেন এমন আশা জয়ের,
'দেখেন, এখানে আমাদের প্র্যাকটিস পাকিস্তান সিরিজের কারণেই। এখানে একটা দিন খুব ইম্পরট্যান্ট। হয়তোবা দুই সপ্তাহের মতো টাইম লাগবে। এই দুই সপ্তাহ ব্যাটিংটা একটু মিস করবো। এটাতে আমার কিছুটা হলেও ঘাটতি থাকবে, পরে আমার রিকভার করতে হবে।'
বাংলাদেশ দলের ওপেনাররা দীর্ঘদিন রানের মধ্যে নেই। এটা নিয়ে চিন্তিত কিনা? জয় বলেন, 'আসলে তেমনভাবে আমি চিন্তা করি না, আসলে সব সময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার। দেখা যায় এখন ইনজুরি, খারাপ পারফরমেন্স হতেই পারে, নিজের হাতে থাকে না৷ তবে সবসময় চেষ্টা করি যখনই সুযোগ পাই কাজে লাগানোর।'