পেনাল্টি গোলে জাপানকে হারালো ব্রাজিল
সোমবার প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ব্রাজিল
প্রথম নিউজ, ডেস্ক : আগের রাতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে দাপুটে জয় পায় তাদের দল আর্জেন্টিনা ও পর্তুগাল। সোমবার ফুটবলপ্রেমীদের নজর ছিল ফুটবলের আরেক মহাতারকা নেইমারের ওপর। ভক্তদের একবারে হতাশ করেননি নেইমার। তবে প্রিয় দলের খেলায় মন ভরেনি ব্রাজিলের ভক্ত-সমর্থকদের। সোমবার প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ব্রাজিল। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি পান নেইমার। টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নদের ঠেকিয়ে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত পেনাল্টিতে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। পুরো ম্যাচে বলদখলে খুব পিছিয়ে ছিল না জাপান (৪৭%)। তবে ম্যাচে একের পর আক্রমণে জাপানের গোলবারে ২১টি শট নেয় ব্রাজিলিয়ানরা। তবে এর মাত্র পাঁচটি ছিল অনটার্গেটে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews