সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২
প্রথম নিউজ, সাভার : সাভারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে সাভার থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনির দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে দগ্ধদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে এদের একজনের নাম সেলিনা বেগম (৬৫) ও অপরজন মিতু আক্তার (৩০)। তাদের একজনের শরীরের ৭৫ শতাংশ ও অপরজনের ৩০ শতাংশ পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, দারোগ আলীর বাড়িতে ওই দুই নারী দীর্ঘ দিন ধরে ভাড়া থাকেন। আজ দুপুরে রান্নার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায় দারোগ আলীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার ঢাকা পোস্টকে বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews