সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ১১

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ১১

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ার নরসিংহপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ওই বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মোছা. জহুরা বেগম (৭০), মোছা. সূর্য বানু (৫০), মো. সোহেল (৩৮), মোছা. শারমিন (৩৫), মোছা. শিউলি (৩২), মো. সুমন (৩২), শামীম (১৫), মাহাদী (৯), মমিন (৪), সোয়াইদ (৪) ও সুমাইয়া (৩ মাস)।

তাদেরকে নিয়ে আসা আবু ইসহাক জানান, বাসার দ্বিতীয় তলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে আশুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান বলেন, ‘আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় আসা নারী ও শিশুসহ ১১ জনকে ভর্তি করা হয়েছে। মো. সুমনের শরীরের ৯৯ শতাংশ, শিউলি ৯৫ শতাংশ, শারমিন ৪২ শতাংশ, সোয়াইদ ২৭ শতাংশ, শামীম ১৪ শতাংশ, মাহাদি ১০ শতাংশ, সুমাইয়া ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ, সোহেল ১০ শতাংশ, জহুরা বেগম ৫ শতাংশ ও মমিনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ‘ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। দু’জনকে অবজারভেশনে রাখা হয়েছে।’