সেভ নেই এমন নম্বরেও মেসেজ পাঠানো সহজ করলো হোয়াটসঅ্যাপ
প্রথম নিউজ ডেস্ক: নতুন কোনও ব্যক্তি বা যার নম্বর ফোনে সেভ করা নেই এমন কাউকে মেসেজ পাঠানোর উপায় আরও সহজ করলো হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটে এমন ব্যক্তিদের নম্বর সেভ না করেই সহজে মেসেজ পাঠানো যাবে অ্যাপ থেকে। এনগেজেটের সূত্রে এমনটি জানা গেছে। এতে একবারের বেশি দরকার নেই বা ব্যবহারকারী সেভ করতে চায় না এমন ব্যক্তিদের নম্বর বাধ্য হয়ে সেভ করার বিড়ম্বনার হাত থেকে রেহাই পাবে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।
এনগেজেট জানায়, ফিচারটি সহজেই ব্যবহার করা যাবে। প্রথমে হোম স্ক্রিনে (অ্যাপল ডিভাইসে উপরের ডানে আর অ্যান্ড্রয়েড ডিভাইসে নিচের ডানে) নিউ মেসেজে ক্লিক করতে হবে। এরপরে সার্চ বারে নম্বরটি টাইপ করতে হবে। পরে নম্বরটি নট ইন ইয়োর কন্ট্যাক্টসের অধীনে দেখাবে। এর ডান পাশে থাকা চ্যাট বাটনে ক্লিক করে সহজেই তাকে মেসেজ পাঠানো যাবে।
এর আগে নতুন কারও সঙ্গে চ্যাট করতে হলে তাকে আগে ওয়েবলিংক পাঠাতে হতো। অথবা গ্রুপ চ্যাটের মাধ্যমে করতে হতো। কিন্তু সেখানেও চ্যাট করতে গেলে কিউআর কোড লাগতো অথবা তাকে কেউ চেনে এমন কারও মাধ্যমে ইনভাইট পাঠাতে হতো। হোয়াটসঅ্যাপের এই আপডেটটি সব ব্যবহারকারীর জন্যই উন্মুক্ত করা হয়েছে বলে জানায় এনগেজেট।