স্বামীর ঘরে ঝুলছিল নববধূর মরদেহ
নিহত জান্নাতি বাশবাড়িয়া গ্রামের আশিক সরকারের স্ত্রী এবং উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজ আহমেদের মেয়ে।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে জান্নাতি খাতুন (২২) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাশবাড়িয়া এলাকায় জান্নাতির স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি বাশবাড়িয়া গ্রামের আশিক সরকারের স্ত্রী এবং উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজ আহমেদের মেয়ে।
সিরাজ আহমেদ জানান, জান্নাতির স্বামী আশিক আগেও একটি বিয়ে করেছিলেন। তবে অত্যাচারের কারণে তার আগের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে পারিবারিকভাবে দুইমাস আগে তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেই। আজ সকালে হঠাৎ খবর আসে আমার মেয়ে আত্মহত্যা করেছে। পরে জান্নাতির শ্বশুরবাড়ি গিয়ে তার স্বামীর ঘরের ভেতর গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলে থাকতে দেখি। জান্নাতিকে তার শ্বশুর-শাশুড়ি অত্যাচার করে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।