সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশান এলাকা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গুলশান-১ এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় করা মামলায় টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। এর পর থেকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন।
২০২৪ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন টিপু মুনশি। ২০১৮ সালে সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।