ভারতে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেশি

ভারতে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেশি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতে আত্মহত্যা এখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যার হারকে পিছনে ফেলে আত্মহত্যার হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে ভারতের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকে ছাড়িয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এনসিআরবি বলছে শিক্ষার্থীদের আত্মহত্যা একটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বুধবার এক সম্মেলনে এই তথ্য দিয়েছে সংস্থাটি। এনসিআরবি-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আত্মহত্যা সামগ্রিকভাবে আগের বছরগুলোর তুলনায় বেড়েছে ২ শতাংশ। অন্যদিকে শুধু শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা বেড়েছে আগের তুলনায় ৪ শতাংশ। গত দুই দশকে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেজনক হারে ৪ শতাংশ বেড়েছে যা সার্বিক আত্মহত্যার যে পরিসংখ্যান রয়েছে তার দ্বিগুন। 

২০২১ থেকে ২০২২ সালের মধ্যে পুরুষদের আত্মহত্যার হার ৬ শতাংশ কমলেও নারী শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা বেড়েছে প্রায় ৭ শতাংশ। শিক্ষার্থীদের এই আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার হারকেও ছাড়িয়ে গেছে। গত এক দশকে যেখানে শূন্য থেকে ২৪ বছর বয়সী জনসংখ্যা ৫৮২ মিলিয়ন থেকে ৫৮১ মিলিয়নে নেমেছে, সেখানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ থেকে ১৩ হাজার ৪৪ জনে পৌঁছেছে।  পরিসংখ্যানের তথ্যমতে, ভারতের মহারাষ্ট্র, তামিল নাডু এবং মধ্য প্রদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই অঙ্গরাজ্যে যে পরিমাণ আত্মহনন বেড়েছে তা গোটা ভারতে আত্মহত্যার তিন ভাগের এক ভাগ। দক্ষিণ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে আত্মহত্যার হার ২৯ শতাংশ। পুলিশের প্রাথমিক তদন্ত ডায়রির তথ্যের উপর ভিত্তি করে আত্মহত্যার এ প্রতিবেদন তৈরি করেছে এনসিআরবি। সুতরাং এটা বলাই বাহুল্য যে, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রকৃত সংখ্যা সম্ভবত কম রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান আরও বেশি হতে পারে বলে করেন বিশ্লেষকরা।