স্পেনের বিশ্বকাপ দলে আনসু ফাতি, নেই রামোস-ডি গিয়া
স্পেনের জার্সি গায়ে শেষ বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন সার্জিও রামোস
![স্পেনের বিশ্বকাপ দলে আনসু ফাতি, নেই রামোস-ডি গিয়া](https://prothom.news/uploads/images/2022/11/image_750x_636f49a75756b.jpg)
প্রথম নিউজ, ডেস্ক : স্পেনের জার্সি গায়ে শেষ বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন সার্জিও রামোস। কিন্তু স্পেন কোচ লুইস এনরিকে তাকে বিশ্বকাপের জন্য গঠিত ২৬ সদস্যের স্কোয়াডে বিবেচনাতেই আনেননি। বরং, ২০২০ সালের পর টানা ইনজুরিতে আক্রান্ত বার্সেলোনার তরুণ স্ট্রাইকার আনসু ফাতিকে রেখেই কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে।
দলে জায়গা পাননি ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়াও। যাকে মনে করা হচ্ছিল বিশ্বকাপে স্পেনের হয়ে পোস্ট সামলানোর মূল দায়িত্ব পাবেন।
স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৮০টি) খেলার রেকর্ডধারী রামোস দেশের জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন ২০২১ সালের মার্চে। তবে পিএসজির হয়ে এই মৌসুমে ভালো করার চেষ্টা করে যাচ্ছেন, যাতে বিশ্বকাপের দলে জায়গা পান। এর মধ্যে চলতি মৌসুমে পিএসজির হয়ে খেলেছেন ১২ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ৬ ম্যাচের সবগুলোতেই ছিলেন সেরা একাদশে।
অন্যদিকে আনসু ফাতি ২০২০ সালের অক্টোবরের পর থেকে স্পেনের হয়ে আর খেলেননি। এ সময় হাঁটুর বড় ইনজুরিতে ১০ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন। এরপর একের পর এক হ্যামস্ট্রিং এবং উরুর মাসলের ইনজুরিতে ভুগতে থাকেন স্পেনের হয়ে কনিষ্ঠতম গোলদাতা। যার ফলে এখনও পর্যন্ত মাঠে নামার মত পুরো ফিটনেস ফিরে পাননি ফাতি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews