অপারেশন ডেভিল হান্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস
![অপারেশন ডেভিল হান্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a97245c9526.jpg)
প্রথম নিউজ, অনলাইন: গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক মো. সারজিস আলম।
ওই পোস্টে সারজিস জানান, এ পর্যন্ত অপারেশনে গাজীপুরের ১৩ থানায় ৮৫ জন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেন, “গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩ থানায় এখন পর্যন্ত আটক ৮৫ জন।
অভিযান চলমান...”
এ ছাড়া ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এ শেখ হাসিনার দোসর ডিআইজি মোল্লা নজরুল, এসপি মান্নান, এসপি হাসনাত এবং এসপি আসাদুজ্জামান গ্রেপ্তার।