সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের
খুলনায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে
প্রথম নিউ্রজ, খুলনা : খুলনায় সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) বিকেলে নগরীর খালিশপুর লাল হাসপাতাল এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের সাটারিংয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. নাজির সরদার ও মো. সাদ্দাম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে নাজির ও সাদ্দাম নামে দুই শ্রমিক খালিশপুর লাল হাসপাতালের পাশে ১৯নং রোডের একটি বাড়িতে কাজে আসে। তারা দুপুরের দিকে সেপটিক ট্যাংকের মধ্যে নামে। সেন্টারিংয়ের সেখানে বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসী সংবাদ দিলে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস ঢাকা পোস্টকে বলেন, খালিশপুর লাল হাসপাতালের পাশে একটি বাড়িতে সেপটিক ট্যাংকির সাটারিংয়ের কাঠ খুলতে গিয়ে মারা যায় দুই শ্রমিক। তাদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।