সুনামগঞ্জে ৩ ভারতীয় নাগরিকের ৭ বছরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতের নাগরিক লিটন দাস, সাধক দাস এবং সুরক্ষিত দাস।

প্রথম নিউজ, সুনামগঞ্জ: সুনামগঞ্জে মাদকের মামলায় তিন ভারতীয় নাগরিকের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভারতের নাগরিক লিটন দাস, সাধক দাস এবং সুরক্ষিত দাস।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ মাদকসহ ৩ ভারতীয় নাগরিককে দোয়ারাবাজার সীমান্ত থেকে আটক করে র্যাব। আটকের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা জব্দের বিষয়টি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি ছইল মিয়া এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আজাদুল ইসলাম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews