সন্ধ্যায় অনুশীলন ক্যাম্প করতে সিলেট যাচ্ছে জাতীয় ক্রিকেট দল

ক্রিকেটাররা ঈদ উদযাপন করে যে যার মত ঢাকায় ফিরে এসেছেন

সন্ধ্যায় অনুশীলন ক্যাম্প করতে সিলেট যাচ্ছে জাতীয় ক্রিকেট দল

প্রথম নিউজ, ডেস্ক : ক্রিকেটাররা ঈদ উদযাপন করে যে যার মত ঢাকায় ফিরে এসেছেন। ছুটি কাটিয়ে ফিরে এসেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এবার শুরু হবে নতুন এক অ্যাসাইনমেন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে আগামীকাল (২৭ এপ্রিল) থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের বিশেষ অনুশীলন ক্যাম্প।

সেই ক্যাম্পে যোগ দিতে আজ সন্ধ্যার সাতটায় একই ফ্লাইটে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ঢাকা থেকে সিলেট যাবেন। সেখান ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল- এই তিনদিন হযরত শাহজালালের পূণ্যভুমিতে অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা সবাই এই অনুশীলনে থাকলেও উপস্থিত থাকছেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। ঈদের পর, গত সোমবারই অনেকটা নীরবে-নিভৃতে যুক্তরাষ্ট্র চলে যান সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকেই ইংল্যান্ডে এসে চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

৩০ মে দিবাগত মধ্যরাতে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে জাতীয় ওয়ানডে দল। আর বাকিদের ব্যস্ত হয়ে ওঠার উপলক্ষ ঢাকা প্রিমিয়ার লিগ। ১ মে মাঠে গড়াবে সুপার লিগ।


আয়ারল্যান্ডের সাথে লন্ডনের চেমসফোর্ডে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবার আগে ঘরের মাঠে নিবিড় অনুশীলন করবে টাইগাররা। আগামী পরশু ২৭ এপ্রিল সিলেটে শুরু হবে সে ৩ দিনের আবাসিক ক্যাম্প।