সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না : শাকিব খান

শাকিব খান ও বুবলীর মাঝে যে এখন কোনো সম্পর্ক নেই সেটা অনেকটা ‘ওপেন সিক্রেট’ বিষয়

 সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না : শাকিব খান
 সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না : শাকিব খান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : শাকিব খান ও বুবলীর মাঝে যে এখন কোনো সম্পর্ক নেই সেটা অনেকটা ‘ওপেন সিক্রেট’ বিষয়। মাঝে যদিও বুবলী ভিন্ন সুরে কথা বলে বিষয়টা হালকা করতে চেয়েছিলেন। আখেরে, ‘যা রটে তার কিছুটা হলেও বটে’— তা-ই যেন বুঝিয়ে দিলেন ঢালিউড শীর্ষ নায়ক।

এই দুই তারকার এখনও বিবাহ বিচ্ছেদ না হলেও, কোনো সম্পর্ক নেই— তার ইঙ্গিত মিলল শাকিব খানের কথাতেই। তিনি বলেন, ‘একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।’

দেশের একটি জাতীয় দৈনিকে বুবলীর সঙ্গে সম্পর্ক এখনও আছে কি না, এমন প্রশ্নে শাকিব খানের উত্তর, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব!’

তিনি আরও বলেন, ‘বুবলীর সন্তানের কথা কি আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব

কেন চুপ থাকছেন, সব কিছু কেন পরিষ্কার করছেন না? এ ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিতে শাকিব যোগ করেন, ‘আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom