স্থায়ী জামিন চান ড. ইউনূস

স্থায়ী জামিন চান ড. ইউনূস

প্রথম নিউজ, অনলাইন : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন ড.  ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

পরে ব্যারিস্টার আব্দুল আল মামুন মানবজমিনকে বলেন, আপিল মামলায় বিবাদীর উপস্থিত থাকার বিষয়টি আইনে বাধ্যবাধকতা নেই। প্রতিমাসে মামলার ধার্য তারিখে ড. ইউনূস সাহেবকে উপস্থিত থাকতে হচ্ছে। এতে তিনি বহু আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে পারছেন না। সে কারণে আমরা আজ তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছি।