স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী এশাদ মিয়া (৩৮) আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এশাদ মিয়া উপজেলার আগানগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি কৃষিকাজ করতেন। 

পুলিশ ও স্বজনরা জানান, ১৭ বছর আগে আগানগর গ্রামের বাসিন্দা এশাদ মিয়া একই ইউনিয়নের জগমোহনপুর গ্রামের রাজিয়া বেগমকে বিয়ে করেন। তাদের পরিবারে এক মেয়ে ও দুই ছেলেসন্তান রয়েছে। রোববার দুপুরের দিকে স্ত্রীর সঙ্গে স্থানীয় একটি এনজিও থেকে নেওয়া লোনের কিস্তি দেওয়ার বিষয়ে তাদের মধ্য কথা কাটাকাটি হয়। তারপর স্ত্রীর সঙ্গে তর্কাতর্কির পরে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান।

সোমবার সকালের দিকে স্থানীয় একটি বাজারের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে খবর পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী রাজিয়া বেগম বলেন, আমার স্বামী ও সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতাম। স্বামী কৃষিকাজ করতেন। কয়েক মাস আগে একটি এনজিও সমিতি থেকে ৪০ হাজার টাকা ও সুদের ওপর আরও ১০ হাজার টাকা তুলেছি। সেই টাকার কিস্তির জন্য রোববার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি আমার সঙ্গে রাগ করে বাড়ি থেকে চলে যান। রাতেও বাড়িতে আসেননি। আজ সকালে আমার ভাই লোকের মাধ্যমে শুনতে পান বাজারের পাশে অসুস্থ হয়ে পড়ে আছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসেন। 

কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় একজন রোগী এলে আমরা তাকে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি তিনি মারা গেছেন। বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

ভৈরব থানার এসআই ফরিদুজ্জামান বলেন, একটি এনজিওর কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে স্বামী এশাদ মিয়ার ঝগড়া হয়। পরে তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। তবে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।