স্টেডিয়ামে আর্জেন্টিনার খেলা দেখলেন আমির
প্রথম নিউজ, ডেস্ক : কাতারের লুসাইল স্টেডিয়ামে বসে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। সঙ্গে ছিলেন তার সাবেক স্ত্রী কিরন রাও এবং ছেলে আজাদ রাও। যা ভক্তদের জন্য নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন মিস্টার পারফেক্ট।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সে ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে আমিরের গাল ভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, খেলা শেষে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সঙ্গে কিরণ রাও এবং ছেলে আজাদ হেঁটে যাচ্ছিলেন। ক্যামেরার দিকে তাকিয়ে তিনজনের একসঙ্গে ছবি তুলে দেওয়ার জন্য ভক্তদের অনুরোধও করেন আমির।
কাতারে আমিরের সঙ্গে ছবি তুলতে চাওয়া কোনো ভক্তকে হতাশ করেননি তিনি। সবার সঙ্গেই হাসিমুখে ছবি তুলেছেন। সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেসব ছবি।
বলিউডের পর্দায় শেষবার আমিরকে দেখা গেছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews