সিগারেটের দাম বাড়লো

তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে তিনি বেশ কয়েকটি সুপারিশ প্রস্তাব করেন।

সিগারেটের দাম বাড়লো

প্রথম নিউজ, অনলাইন: আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ প্রস্তাব করেন। তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে তিনি বেশ কয়েকটি সুপারিশ প্রস্তাব করেন। তিনি সর্বনিম্ন ধাপের সিগারেটের ১০ শলাকার মূল্য ৪৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৫৮ শতাংশ ধার্যের প্রস্তাব করেন। 

মধ্যম মানের ১০ শলাকার মূল্য ৬৭ টাকা, উচ্চ মানের ১০ শলাকার মূল্য ১১৩ টাকা ও অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্য ১৫০ টাকা এবং এই ৩ মানের সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বর্তমানে সর্বনিম্ন ধাপে প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৩৯ টাকা ও এর সঙ্গে ৫৭ শতাংশ সম্পূরক শুল্ক, মাঝারি ধাপের ১০ শলাকার দাম ৬৩ টাকা এবং উচ্চ ধাপের ১০ শলাকার দাম ১০২ টাকা ছিল।

এছাড়া, আগামী বাজেটে হাতে তৈরি ফিল্টার ছাড়া বিড়ির ২৫ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৮ টাকা, ১২ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯ টাকা ও ৮ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

ফিল্টারযুক্ত বিড়ির ২০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৯ টাকা ও ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ২৩ টাকা নির্ধারণ করে সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।