সাঈদ খোকনের বিরুদ্ধে টাকা আত্মসাতের সত্যতা পায়নি পিবিআই

সাঈদ খোকনের বিরুদ্ধে টাকা আত্মসাতের সত্যতা পায়নি পিবিআই

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ সত্যতা পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সাঈদ খোকনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ম) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন গ্রহণ করে সাঈদ খোকনসহ সাতজনকে অব্যাহতির আদেশ দেন।