শৈলকুপা পরিষদের উপ-নির্বাচনে ভোটার শূন্য কেন্দ্র
রোববার সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা মেলেনি।
প্রথম নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
রোববার সকাল ৯টায় উপজেলার ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা মেলেনি। ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। এক ঘণ্টায় ওই কেন্দ্রের ১০ বুথে মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। উপজেলার অন্য কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নু, মোটরসাইকেল প্রতীকের আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১২০ ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৫৪ জন।
ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আজাদ বলেন, ‘সকাল থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছি। এক ঘণ্টায় ২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে।
এদিকে ভোটের আগের রাতে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে জামিখ খা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মুন্নুর সমর্থক বলে দাবি করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews