শ্রীমঙ্গলে ছাত্রলীগের আনন্দ মিছিলে রক্তক্ষয়ী সংঘর্ষ

শ্রীমঙ্গলে ছাত্রলীগের আনন্দ মিছিলে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রথম নিউজ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সোনালি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব জুয়েল কালবেলাকে জানান, ছাত্রলীগের নতুন কমিটির ব্যানারে অনুষ্ঠিত আনন্দ মিছিল হবিগঞ্জ রোডের সোনালি মার্কেটের সামনে আসতেই ছাত্রলীগের তাসলিম গংরা অতর্কিত আক্রমণ করে। আহতের মধ্যে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাইদুর রহমান সুজাত, সহসভাপতি নেছার আহমেদ ও জুবায়ের আহমেদ রয়েছেন। আহতদের সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সাইদুর রহমান সুজাত ও নেসার আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে জুবায়ের আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ কালবেলাকে বলেন, আমি বাসায় আছি। এ ঘটনা সম্পর্কে কিছুই আমি জানি না। আমি হামলা করেছি এ রকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, নতুন কমিটি এবং পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিনজন আহত হয়েছেন। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিত শান্ত আছে।

উল্লেখ্য, কমিটি বিলুপ্তির দেড় বছর পর ১৬ অক্টোবর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম স্বাক্ষরিত আগামী এক বছ‌রের জন্য শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়।