শ্রীপুরে শিক্ষক কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিত
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রথম নিউজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটির শনিবার দিনব্যাপী গ্রীণ ভিউ গলফ রিসোর্টে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষক-কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
মিলন মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা শায়লা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুণ অর রশিদ ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ্,ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা জাতির বিনির্মাণে, দক্ষ জনশক্তি বিনির্মাণে কাজ করে যান। আমি চাই রাজনৈতিক ক্ষমতার বলয় দিয়ে, রাজনৈতিক ক্ষমতার পেশী শক্তি দিয়ে আমার কোন সম্মানী ব্যক্তির যেন সম্মানহানি না হয়। আমার সরকারী কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যেন নিশ্চিন্তে নিভাবনায় নির্ভয়ে রাস্ট্রের জনগণকে সেবা দেয়ার জন্য কাজ করতে পারেন।