শ্যামপুরে লেগুনার ধাক্কায় মই থেকে পড়ে ডেকোরেটর কর্মী নিহত
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লালমোহন পোদ্দার লেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর শ্যামপুরের লেগুনার ধাক্কায় মই থেকে পড়ে শাহিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শাহিন সেখানে পূজার ডেকোরেশনের কাজ করছিলেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লালমোহন পোদ্দার লেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ডেকোরেটর মালিক সরোয়ার হোসেন বলেন, শাহীন আমার সঙ্গে ডেকোরেশনের কাজ করতেন। গতকাল রাত ৯টার দিকে মই দিয়ে পূজার প্যান্ডেলে লাইটিংয়ের কাজ করছিলেন। হঠাৎ করে লালমোহন পোদ্দার লেনে একটি লেগুনা ঢুকে মইয়ে ধাক্কা দেয়। এতে শাহিন সটকে পড়ে গুরুতর আহত হন।
পরে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরোয়ার আরও জানান, শাহিনের বাড়ি গাইবান্ধা জেলার শোয়াহাটি গ্রামে। তার বাবার নাম মৃত নুর নবী। বর্তমানে শাহিন লালমোহন পোদ্দার লেনেই থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews