শ্যামপুরে পারিবারিক কলহে ভাবিকে কুপিয়ে হত্যা, দেবর আটক

এ ঘটনায় আবুল কালাম আজাদ সেন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ও অভিযুক্ত দুজন সম্পর্কে দেবর-ভাবি।

শ্যামপুরে পারিবারিক কলহে ভাবিকে কুপিয়ে হত্যা, দেবর আটক

প্রথম নিউজ, ঢাকা: ঢাকার শ্যামপুরে আইজি গেট এলাকায় পারিবারিক কলহের জেরে নাজমা বেগম (৩২) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ সেন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ও অভিযুক্ত দুজন সম্পর্কে দেবর-ভাবি।

আজ শনিবার সকাল বেলা পৌনে ১১টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ তথ্য জানিয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নাজমা বেগমকে দেবর আবুল কালাম আজাদ সেন্টু কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় তার দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নাজমা বেগমের স্বামী আগেই মারা গেছেন। সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শ্যামপুরের আইজি গেট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমকে উদ্ধার করে নিয়ে আসা নাসির আহমেদ সোহেল জানান, পারিবারিক কলহের জেরে আবুল কালাম আজাদ সেন্টুর দায়ের কোপে তিনি মারা যান। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom