শিক্ষককে মারধর, মানববন্ধন ঠেকাতে স্কুল ছুটি দিলেন প্রধান শিক্ষক
মানববন্ধন আয়োজন করা কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা স্যারকে মারধরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করি। ব্যানার ফেস্টুন নিয়ে স্কুলের সামনের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক আগেই ক্লাস হবে না বলে আমাদের ছুটি দিয়ে দেন।
প্রথম নিউজ, ঠাকুরগাঁও: স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফুর। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু মানববন্ধন ঠেকাতে ক্লাশ বন্ধ করে দুপুরের আগেই স্কুল ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক মুজাহারুল ইসলাম।
মানববন্ধন আয়োজন করা কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা স্যারকে মারধরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করি। ব্যানার ফেস্টুন নিয়ে স্কুলের সামনের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক আগেই ক্লাস হবে না বলে আমাদের ছুটি দিয়ে দেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন, শিক্ষককে মারধরের ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আমরা শিক্ষকরা মিলে প্রধান শিক্ষকের কক্ষে আলোচনায় বসি। এরই মধ্যে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করার জন্য উপস্থিত হচ্ছিল। এ সময় কৌশলে প্রধান শিক্ষক মানববন্ধন কর্মসূচি বন্ধ করতে শিক্ষার্থীদের দ্রুত বিদ্যালয় থেকে চলে যাওয়ার জন্য বলেন এবং বিদ্যালয় ছুটি ঘোষণা করেন।
অভিভাবক ফজর আলী বলেন, একজন শিক্ষককে মারধর করে এলাকার পরিবেশ নষ্ট করেছে। আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়ে মানববন্ধন করতে চেয়েও পারিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশলে মানববন্ধনটি বন্ধ করেছেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহারুল ইসলাম বলেন, বিষয়টি বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতিসহ আমরা বসে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করছি। আগামী শনিবার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মানববন্ধন করলে ঘটনা অন্যদিকে প্রবাহিত হবে মনে করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। মানববন্ধন যদি করতে চায়, পরে করবে। এতে কোনো বাধা নেই।
বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন চাড়োল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফুর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের পাশের ব্যবসায়ী আতিকুর রহমান আমাকে বেধড়ক মারপিট করেছে। আমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
মারধরের কথা অস্বীকার করে ব্যবসায়ী আতিউর রহমান মুঠোফোনে বলেন, স্কুল থেকে ফেরার সময় ওই শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। আমি তার গায়ে হাত তুলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আপনারা তদন্ত করতে পারেন। শিক্ষকের স্ত্রী আলফাতুন নেছা বলেন, আমার স্বামী একটু সুস্থ হলেই আমরা আইনের আশ্রয় নেব। শিক্ষার্থীদের উপস্থিতিতে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক বিচার দাবি করছি।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গী শিক্ষক সমিতির সভাপতি বাবুল হোসেন বলেন, শিক্ষকদের ওপর কোনো ধরনের অমানবিক নির্যাতন আমরা সহ্য করব না। খুব শিগগিরই প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews