শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু

শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাকে টেক্কা দিতে ঈদে আসছে অপু-জয় অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’।

শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু
শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাকে টেক্কা দিতে ঈদে আসছে অপু-জয় অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’। ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এলআর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। সিনেমাটির নায়ক জয় চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ‘গেল সপ্তাহে সেন্সর হয়েছে। ইতোমধ্যে ২০টির মতো হলও বুকিং দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় হলে চলবে সিনেমাগুলো। পাশাপাশি ৩৫ জেলার শিলকলা একাডেমিতেও সিনেমাটি প্রদর্শিত হবে।’

এবারের ঈদে শাকিব-বুবলী জুটি মুখোমুখি হচ্ছে জয় চৌধুরী-অপু বিশ্বাস জুটির। পারিবারিক কারণে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে— শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু। ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক তপু খান। এরই মধ্যে শতাধিক সিনেমা হলে এটি মুক্তির জন্য বুকিংও দেওয়া হয়ে গেছে বলে খবরে প্রকাশ। 

জানা গেছে, সিনেমার খাতিরেই এ মুহূর্তে বুবলীর সঙ্গে মিশছেন তিনি। যার প্রতিফলন দেখা গেছে নিজের জন্মদিনে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। তুলেছেন শাকিবের সঙ্গে ছবি। খাইয়ে দিয়েছেন কেক। অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিবকে শুভেচ্ছা জানাতে গেছেন। কিন্তু সে আয়োজনে শুধু ছেলে জয়ের সঙ্গেই শাকিবের ছবি দেখা গেছে। অপুর সঙ্গে কোনো ছবি তুলেছেন কিনা, সেটি জানা যায়নি। তুললেও তা প্রকাশ হয়নি। 

এদিকে ঈদের সিনেমা নিয়ে বরাবরের মতোই আশাবাদী শাকিব খান ও বুবলী। শাকিব খান নিজের ফেসবুক পেইজ থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির। অন্যদিকে অপু বিশ্বাসও একই পথে হাঁটছেন। তাই দুই তারকার ভক্তরা অপেক্ষা করছেন, ঈদে মূলত সাফল্যের পাল্লা কার দিকে ভারি হয়।