লাহোরে আবারো ১৪৪ ধারা

আরো একবার পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) র‌্যালিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

লাহোরে আবারো ১৪৪ ধারা
লাহোরে আবারো ১৪৪ ধারা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আরো একবার পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) র‌্যালিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  বলা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নির্বাচনী র‌্যালির ঘোষনা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ খবর দিয়ে অনলাইন জিও টিভি বলছে, শনিবার দিবাগত রাতেই ১৪৪ ধারা আরোপের ঘোষণা দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। কমপক্ষে এক সপ্তাহের মধ্যে এটাই সেখানে দ্বিতীয়বার ১৪৪ ধারা আরোপের ঘটনা। প্রদেশটিতে বর্তমান ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। এরই অংশ হিসেবে আজও ইমরান খানের দল পিটিআিই র‌্যালির ঘোষণা দেয়। এর ফলে প্রদেশটিতে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য চার মাস আগে থেকেই নিজের বাসভবন থেকে দলকে আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইমরান খান। সর্বশেষ তিনি আজকের এই র‌্যালির  ঘোষণা দেন। তিনি বলেন এতে নিজেই নেতৃত্ব দিবেন । এই ঘোষণা দিয়ে ইমরান খান বলেন আজকের র‌্যালিতে আমেই নেতৃত্ব দেবো এবং এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে আমরা কোন গৃহপালিত প্রাণী নই।  এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই সরকারের তরফ থেকে ১৪৪ ধারা জারি করা হলো। এ সপ্তাহের শুরুর দিকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল লাহোরে। তখনও পাকিস্তান তেহরিকে ইনসাফের নির্বাচনী র‌্যালি করার কথা ছিল। সেই ঘোষণাকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার লাহরে ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আমীর মির বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আরো একবার নির্বাচনী র‌্যালি করার ঘোষণা দিয়েছেন। কিন্তু রোববার লাহোরের পাকিস্তান সুপার লিগ ম্যাচ আছে। এছাড়া ৪০ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন এবং একটি সাইকেল রেস হতে যাচ্ছে। তিনি আরো বলেন এসব ইভেন্ট সম্পর্কে আগেই দলগুলোকে জানানো হয়েছে। তারা অন্যদিনের তাদের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা নিজেদের সিদ্ধান্তের পরিবর্তন ঘটিয়েছেন। তিনি আরো বলেন পরিস্থিতির আলোকে পাঞ্জাব সরকার রোববারে র‌্যালির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে। শহরে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সরকারের এই ব্যবস্থা। তিনি আরো বলেন, নির্বাচনের ২২ দিন আগে থেকে শুরু হয় প্রচারণা। সে অনুযায়ী দলগুলোকে প্রস্তুতি নিতে হয়। এজন্য ইমরান খানকে তিনি আপাতত বিশ্রামে থাকার অনুরোধ জানিয়েছেন । উল্লেখ্য আগামী ৩০শে এপ্রিল পাঞ্জাবে জাতীয় নির্বাচন হবার কথা রয়েছে। তবে খাইবার পখতুনখাওয়ার নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: