লভ্যাংশ বাতিল করল রিং শাইন

লভ্যাংশ বাতিল করল রিং শাইন

প্রথম নিউজ, ঢাকা : পর্ষদ ঘোষিত শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ বাতিল করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন‍্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। কিন্তু কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করেননি শেয়ারহোল্ডাররা। ফলে পর্ষদ ঘোষিত লভ্যাংশ বাতিল হয়েছে। লোকসানের পরেও কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করায় ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে। তারপরের বছর ২০২০-২১ শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

কোম্পানিটি জানায়, গত ২০ জুন রিং শাইনের এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ২০১৯-২০ হিসাব বছরের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়। এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে। কোম্পানির সার্বিক অবস্থা দেখে লভ্যাংশ বাতিলে সিদ্ধান্ত নেন শেয়ারহোল্ডাররা।