লড়াই না করলে ঘরে বসেই মরতে হবে: আলাল
সোমবার জামালপুর জজ কোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: লড়াই না করলে ঘরে বসেই মরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, ‘আইন বিচারের নামে যে অন্যায় এদেশে চলছে এর বিরুদ্ধে যদি সোচ্চার না হন, লড়াই না করেন তাহলে ঘরে বসেই মরতে হবে। লড়াইটা করে মরলে আমরা যে সৃষ্টি সেরা জীব তা প্রমাণ করার একটা সুযোগ পাওয়া যাবে।’
সোমবার জামালপুর জজ কোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা বিএনপি’র সভাপতি’র দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে জামালপুর জেলা আওয়ামীলীগ কর্তৃক দায়েরকৃত মামলার জামিন শুনানিতে গিয়েছেন তিনি।
আলাল বলেন, আমরা আদালতের প্রতি সম্মান জানাতে জানি। তার বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আদালত থেকে ফরমায়েসী রায় আসবে জেনেও বারবার আদালতে গিয়েছেন এবং তিনি সে রায়ের স্বীকার হয়ে আজ মৃত্যুসজ্জায়। গভীর রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
তিনি বলেন, আইন বিচারের নামে যে অন্যায় এদেশে চলছে এর বিরুদ্ধে যদি সোচ্চার না হন লড়াই না করে তাহলে ঘরে বসেই মরতে হবে। লড়াইটা করে মরলে আমরা যে সৃষ্টি সেরা জীব তা প্রমাণ করার একটা সুযোগ পাওয়া যাবে। তাই বিএনপি যে কর্মসূচিগুলো দিয়েছে এই কর্মসূচি সফল করার জন্য যে কৌশল অবলম্বন করা দরকার করবেন এবং যেখানে যা করা দরকার আমরা করব।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, যদি কোন বদ্ধ জায়গায় ময়লা আবর্জনা থাকে তাহলে সেখানে পরিষ্কার করা স্বাস্থ্যগত কারণ রয়েছে, নৈতিক দায়িত্বও রয়েছে। বাংলাদেশে যে ময়লা আবর্জনা রয়েছে তা পরিষ্কার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তা পরিষ্কার করতে হবে এবং বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার ফেরত দিতে হবে।
সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ্ প্রিন্স। সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. মো. শাহ্ ওয়ারেছ আলী মামুনসহ প্রমুখ।